গীতাঞ্জলি (Song Offerings) রবীন্দ্রনাথ ঠাকুর



১৫৭টি গীত নিয়ে গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয়
আগস্ট ১৯১০ (ভাদ্র, ১৩১৭ বঙ্গাব্দ) খৃষ্টাব্দে,
শান্তিনিকেতন গ্রন্থনবিভাগ থেকে।
‘শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর’ নাম স্বাক্ষরে রবীন্দ্রনাথ
ঠাকুর বিজ্ঞাপন (নিচে উদ্ধৃত) করেন শুরুতে।
এই গ্রন্থের প্রথমে কয়েকটি গান পূর্বে অন্য দুই-
একটি পুস্তকে প্রকাশিত হইয়াছে। কিন্তু অল্প
সময়ের ব্যবধানে যে-সমস্ত গান পরে পরে রচিত
হইয়াছে তাহাদের পরস্পরের মধ্যে একটি ভাবের
ঐক্য থাকা সম্ভবপর মনে করিয়া তাহাদের
সকলগুলিই এই পুস্তকে একত্রে বাহির করা হইল।
শান্তিনিকেতন ……………………শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
১৯১২ সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি
থেকে প্রথম প্রকাশিত ইংরেজি Song Offerings
(গীতাঞ্জলি) -এ
বাংলা গীতাঞ্জলি থেকে নিয়েছেন ৫৩টি গীত।
Song Offerings (গীতাঞ্জলি)- এ সংকলিত মোট
১০৩টির বাকি ৫৪টি বেছে নিয়েছেন গীতিমাল্য
থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া
থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি,
চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ
থেকে ১টি এবং অচলায়তন থেকে ১টি।
গীতাঞ্জলি’র আর্টস সংস্করণের
পরিশিষ্টে ইংরেজি Song Offerings (গীতাঞ্জলি) -এ
সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অনূদিত
৫৩টি গীত সন্নিবেশিত হলো।  যে গীতের অনুবাদ
ইংরেজি Song Offerings (গীতাঞ্জলি) -এ সংকলিত
হয়েছে সে সে গীতে লিংক করা আছে। এই
লিংকে ক্লিক করলে পরিশিষ্টে থাকা সেটির
অনুবাদে যাওয়া যাবে। আবার অনুবাদে ক্লিক
করলে মূল গীতে ফিরে আসা যাবে।
আর্টস ই-বুক (Arts E-book) সিরিজে প্রকাশিত
হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’।

 Download 

Post a Comment

0 Comments