নারী বিরোধী মিডিয়া - জব্বার হোসেন

নারী বিরোধী মিডিয়া - জব্বার হোসেন

অনেক সময়ই পুরুষতান্ত্রিক আচরণ করে মিডিয়া, ভীষণ পুরুষ হয়ে
ওঠে। ধর্ম, মৌলবাদ, পুঁজিবাদ নারীকে যে প্রক্রিয়ায় শৃঙ্খলিত করে,
মিডিয়াও তার অংশ হয়ে ওঠে নিজের স্বার্থে, প্রয়োজনে।



পুরুষ মিডিয়া এবং মিডিয়ার পুরুষদের, মিডিয়ার কেউ এমনভাবে মুখোশ
উন্মোচন করলেন এই প্রথম। মুক্তচিন্তায়, মতপ্রকাশের স্বাধীনতায়, সমতায়,
নারীবাদে বিশ্বাসী জব্বার হোসেন এই উন্মোচনকে দায়িত্ব মনে করেন।




কিছু দরকারী তথ্যঃ
নামঃ নারী বিরোধী মিডিয়া
লেখকঃনজব্বার হোসেন
ধরনঃ নারীবাদ, প্রবন্ধ
স্ক্যান ও এডিটঃ মো. শহীদুল কায়সার লিমন
পৃষ্ঠা সংখ্যাঃ ১১৪
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই
প্রকাশনাঃ পার্ল পাবলিকেশন্স
প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১২ খ্রি.
সাইজঃ ৭.৩৪ এমবি



Post a Comment

0 Comments