সায়েন্স ফিকশন সমগ্র - শান্তির দেবদূত

সায়েন্স ফিকশন সমগ্র - শান্তির দেবদূত

বাংলা কল্পবিজ্ঞান লেখা অপ্রতুল। তবে আশার কথা হল, বর্তমান বাংলা ব্লগে খুঁজলে অনেক ভাল ভাল কল্পবিজ্ঞান লেখা পাওয়া যায়। এদের মধ্যে যদি বিচার করা হয় তবে সবচেয়ে সনামধন্য লেখকের মধ্যে একজন হবে শান্তির দেবদূত।

লেখকের প্রতিটি গল্প আপনাকে দেবে এক ভিন্ন স্বাদ। বিচরন করবেন এক অন্য রকম জগতে। এই বইতে আমি বন্দী করেছি অনেক অনেক জনপ্রিয় গল্প যেমন, “প্রজেক্ট প্রজেক্টাইল”, “খাস্তগীরের টি-টকার ও টি-টকশো” , “কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি” , “খাস্তগীরের পাঠশালা - 'ভিশন ২০৪০’” , “ক্লোরোপ্লাস্টিক মেসেজ” “মানস স্বজ্ঞা” , “প্রজেক্ট নস্ট্রাডমাস” ইত্যাদি। আশা করি আপনাদের প্রতিটি গল্প ভালো লাগবে।




Post a Comment

0 Comments